আমি আমার ফোন দিয়ে অন্য ফোনে জিমেইল একাউন্ট লগইন করেছিলাম,কিন্তু সেই জিমেইল ডিভাইস গুলো আমি রিমুভ করে দিয়েছি,কিন্তু আমার সেট এর লোকেশন সেটিংস এ মোবাইল ডিভাইস গুলোর নাম এখনো শো করছে.. আমি কি ভাবে সে গুলো রিমুভ বা ডিলেট করতে পারি.আমি এটা নিয়ে একটু চিন্তিত রয়েছি..


শেয়ার করুন বন্ধুর সাথে
NISAN

Call

যদি কোনো চেষ্টা করে না হয় তাহলে আপনার ফোনটি ফেকটোরি রিসেট করুন । রিমুভ হবে গ্যারেন্টি ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার চিন্তিত হওয়ার কোন কারন দেখছি না।

আপনি যদি ইমেলে My Account গিয়ে Recently used devices

এ গিয়ে যেসকল ডিভাইসে লগইন করেছিলেন সেগুলো সিলেক্ট

করে যদি রিমুভ করে দিন তাঁহলে কোন সমস্যা নেই।

সেই ডিভাইসে লগআউট হয়ে যাবে।আর ডিভাইস নেম লোকেশন

রিমুভ করলে রিমুভ হবে না এখন কিছুদিন পর রিমুভ হয়ে যাবে।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ