আমার ভাই তার পাসপোর্ট হারিয়ে পেলেছে। এখন তার আগের পাসপোর্টের নাম্বারে ভিসা লেগে গেসে। তাই নতুন পাসপোর্ট প্রাপ্তির ক্ষেত্রে কি আমি পুরাতন নাম্বারের পাসপোর্ট পাবো নাকি  রিনিউড পাসপোর্ট নতুন নাম্বারে হবে? দয়া করে অভিজ্ঞরা সঠিক উত্তরটি জানান। ধন্যবাদ। 


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার ভাই যদি প্রবাসে থাকে তাঁহলে মালিক নিয়ে গেলে

অ্যামবাসিতে গেলে পাসপোর্টের ফটোকপি থাকলে আগের

নাম্বারেই পাসপোর্ট পাবেন এবং নতুন পাসপোর্টে ভিসা

লাগিয়ে দিবে এজন্য অবশ্যই মালিকের প্রয়োজন হবে 

এবং আপনার লেবার কার্ড লাগবে।যদি দেশে ছুটিতে

 এসে পাসপোর্ট হারিয়ে ফেলে তাঁহলে থানায় ১০০ টাকা দিয়ে 

জিডি করলে আগের নাম্বারেই পাসপোর্ট পাবেন এর জন্য 

অবশ্যই ফটোকপি লাগবে।কিন্তু যখন আবার ছুটি থেকে

আবার প্রবাসে ফিরবেন তখন সেখানকার এয়ারপোর্টে

ঝামেলা হবে তখন মালিকে এসে সব ঠিক করে দেয়।

তবে কিছু কিছু দেশ লেবার কার্ড দেখেও ছেড়ে দেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ