জাভা ফোন দিয়ে কি গুগল ড্রাইভ ব্যবহার করা যায়?
Share with your friends

অবশ্যই ।

https://developers.google.com/resources/api-libraries/download/drive/v2/java

উপোরক্ত লিঙ্কে যান ।তবে RAM ও স্ক্রিন রেন্ডার করতে না পারলে চলবে না

ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App
Call

জ্বি না গুগল ড্রাইভ Android ফোন এর জন্য জাভা ফোন দিয়ে এটি ব্যাবহার করা যাবে না।

Talk Doctor Online in Bissoy App

sorry brother, not supported

Talk Doctor Online in Bissoy App
রায়

Call

কখনোই জাভা ফোন দিয়ে গুগল ড্রাইভ ব্যবহার করা যায় না।আপনি যদি গুগল ড্রাইভ ব্যবহার করতে চান তাহলে আপনাকে Android মোবাইল ব্যবহার করতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

জাভা ফোনে Google Drive করা যায় না 

Talk Doctor Online in Bissoy App

গুগল ড্রাইভ হচ্ছে গুগলের ফ্রী স্পেস সার্ভিস যার মধ্যে আপনি আপনার সকল প্রয়োজনীয় ফাইল সমূহ, প্রেজেন্টেশনস, ছবি, ভিডিও ক্লিপসহ আরো অনেক কিছু নিরাপদে সংরক্ষন করতে পারবেন এবং অন্যদের শেয়ার করতে পারবেন। প্রয়োজনে পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন- বিয়োজন করে পুনরায় সংরক্ষন করতে পারবেন। গুগল ড্রাইভ আপনার একটি নিরাপদ ও একান্ত ব্যক্তিগত ফাইল কেবিনেট হিসাবে কাজ করবে। আপনি বিশ্বের যে প্রান্তেই থাকেন না কেন, সেখানে বসেই আপনি একসেস করতে পারবেন যেকোন কম্পিউটার, মোবাইল, আইফোন সহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে। প্রয়োজনে প্রিন্ট ও নিতে পারবেন। একজন ফ্রী ইউজার হিসাবে আপনি সর্বোচ্চ ৫ গিগাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশী ব্যবহার করতে চাইলে প্রতিমাসে প্রতি ২৫ গিগাবাইট ২.৫ ডলার হিসাবে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। কিভাবে শুরু করবেন? : 1. Go to the Google Drive on the web at www.drive.google.com 2. Download Google Drive for PC and then Install Google drive for your PC, Mobile or iphone OR Click Create Button and choose your best one Document Presentation Spreadsheet Form Drawing Folder More > Then start create your file as your desire. If you want to share with others, Click Share button and choose your desire options. ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App