amirupu

Call

আপনি যদি ওয়াইফাই চালান তাহলে শুধু ব্রডব্যান্ড লাইনটা লাগান। আর কম্পিউটার দিয়ে সিগন্যাল স্টাটাস +টাইপ চেঞ্জ করেন। তা না পারলে ব্রডব্যান্ড এর লোকরাই করে দিবে। আপনার কোন কিছু না করাই শ্রেয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাইটার কেনার পর এটাকে নির্দিষ্ট জায়গায় যদি সেট করে দেন তাহলে ভালো হয়। ব্রডব্যান্ড এর লাইন যারা দিবে তারা শুধু তার দিয়ে লাইন টেনে দিবে। তাই নিজে সামান্য খরচ করে ঘরের ওপরের দিকে একটা খাঁচার মত বানিয়ে তার ভেতরে রাউটারটি রাখুন।

এরপর এর আইপি অ্যাড্রেস দিয়ে কোনো ব্রাউজার দিয়ে ঢুকুন। তারপর অ্যাডমিন আইডি ক্রিয়েট করুন। রাউটারের নাম, পাসওয়ার্ড সেট করুন। এটা একটু দ্রুত না করলে আশেপাশের দুষ্টু কেউ আপনার রাউটারের অ্যাডমিন হয়ে যেতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ