Call

দেখুন একটা মানুষ একটা কথা শুনে মনে রাখতে পারে ৫%,শুনে মোনযোগ দিয়ে মনে রাখতে পারে প্রায় ৫০% আর শুনে, পড়ে ও লিখে মনে রাখতে পারে ৯০% এর উপরে। মানবিক শাখার বইগুলোতে সালের সং্খ্যা অত্যাধিক, তাই বার বার পড়েও মনে রাখা যায়না। আপনি ইতিহাস একবার পড়লেও তা মনে থাকবে,কিন্তু কোন ব্যাক্তিত্ব বা সালের নাম গুলো বার বার পড়তে হবে,পাশাপাশি লিখতে হবে। সুতরাং মোনযোগ দিয়ে অন্তত একবার পুরো বই শেষ করুন,গুরুত্বপূর্ণ বিষয় গুলোতে আন্ডারলাইন করুন,এবং পরবর্তিতে তা পুনরায় রিপিট করুন, আশা করি ভালো আয়ত্ত করতে পারবেন এই পন্থায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

১০০ বার অমনোযোগী হয়ে পড়ার চেয়ে কয়েকবার মনযোগ সহকারে ভাল মতে পড়ার প্রতি খেয়াল রেখে বুঝে ও শুনে পড়াই সবচেয়ে উত্তম,যদি পড়ার প্রতি মনযোগ না থাকে তাহলে হাজার বার পড়লেও কাজ হবে না, তাই অমনোযোগী না হয়ে কিছু দিন খুব মনযোগ সহকার একটা বই চর্যা করুণ,তাহলেই একটা বইয়ের প্রতি অনেক আইডিয়া হবে,বি:দ্রু: ভালার ভালা অল্প হলে এনাফ,

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ