আমার এক জোরা ঘুঘু পাখি আছে ৷ সেই ছোট থেকে পোষছি ৮ মাস ধরে ৷ কিন্তু এখন প্রায় অনেক দিন দরে জগরা লেগে থাকে আর যেটা জগরা করে সেটা সবসময় খাচার মধ্যে ঘু.ঘু.ঘু করে ডাকে কিন্তু এখনো ডিম দেয়নি কেন জানতে চাই ৷ প্লীজ কেউ জানলে বলবেন ৷
শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার ঘুঘু যদি একটা পুরুষ ও একটা মহিলা হয়ে থাকে ডিম দিবে । E-sel ঔষধ ১সি সি ১লিটারে সপ্তাহে তিন দিন খাওয়ান। আর Cal-p ১গ্রাম ১লিটারে সপ্তাহে দুই দিন । ১বেলা খাওয়ার পানিতে খাওয়ান। দ্রুত ডিম দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি আর ২ মাস দেখতে পারেন আর যদি দুই ঘুঘু মাদি হয় তাহলে ডিম দিবে না আপনি দেখবেন যে ঘুঘু নেচে নেচে ডাকে সে মদ্দা ঘুঘু

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ