গতি সংক্রান্ত অংক করার জন্য কিছু সূত্র এবং কোনটি কখন ব্যাবহার হবে তা একটু বলেদিন!!!
শেয়ার করুন বন্ধুর সাথে

গতি সংক্রান্ত সুত্রগুলো হলোঃ

s=vt (সুষম গতি)

s=(u+v / 2)t( তরণ দেওয়া না থাকলে)

v=u+at(সরণ দেওয়া না থাকলে)

s=ut+1/2 a²(শেষ বেগ দেওয়া না থাকলে)

v²=u² +2as(সময় দেওয়া না থাকলে)

এই সুত্র ছাড়া আর কোনো সুত্র লাগে নাহ।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ