Call

কোন ঔষধ খেতে হবেনা , ইয়াবা সেবন বন্ধ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ।একটু সময় লাগবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ইয়াবা এক মরন নেশা! কেন মরন তা আগে আপনাকে জানতে হবে । দেখুন পৃথীবিতে যত প্রকার নেশা আছে তা সেবন করলে ঘুম হয় কিন্তু একমাত্র ইয়াবা সেবন ঠিক তার উল্টোটা ! তার মানে নিয়মিত ইয়াবা সেবনে অতিদ্রুত মস্তিক্য শুকিয়ে যায়। এগুলো বলবার কারন হল ক্ষতির দিক জানলে তা থেকে সাবধান থাকা যায়। তবে যে কোন নেশা ছাড়তে হলে সব’প্রথম নিজের ইচ্ছা আর চেষ্টা থাকা চাই আগে।

কোন চিকিৎসা করে কাজ হবে না যতক্ষন নিজের চেষ্টা না থাকে । মণে রাখবেন কোন নেশা ছাড়লে মানুষ মারা যায় না, তবে প্রথম প্রথম একটু কষ্ট হয় । আর এই কষ্টই জীবন কে বাচিয়ে দিবে। তাই আপনাকে যা করতে হবে তা হলঃ

১। এই ম্যাসেজ পড়া থেকে শুরু করুন আমি আর ইয়াবা খাব না।

২। নিজেকে প্রস্তুত করুন যে সব বন্ধু ইয়াবা সেবন করে তাদের সাথে মিশবো না ।

৩। ইয়াবা আশক্ত বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ বন্ধ করুন। প্রয়োজনে মোবাইল কিছু দিনের জন্য বন্ধ রাখুন।

৪। আপনি নিজেকে নিজ বন্ধি করুন।

৪। আপনি যদি মুসলিম হন তাহলে মসজিদে জমাতের সাথে নামাজ পড়ুন আর সৃষ্টিকতা’র কাছে সাহায্য চান।

৫। নিজেকে কোন কাজের মাধ্যমে ব্যস্ত রাখুন।

৬। পরিবার তথা বাবা মায়ের সাথে বিষয়টি শেয়ার করুন, উনারা আপনাকে সাহায্য করবেন।

মনে রাখবে জীবন অনেক সুন্দর যদি বেচে থাকা যায়। তাই আপনাকে বাচতে হবে আর বাচতে হবে এ ভয়াবহ ইয়াবা থেকে, নিজেই নিজেকে নিরাপদ রাখতে হবে ।

আপনার সুন্দর ও সুস্থ জীবন কামনায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ভাই আপনি ইয়াবা সেবন বন্ধ করুন।
আপনার যে সমস্য হচ্ছে সেটা হতে থাক কোন সমস্য নেই।
আপনার যখন বেশী সমস্য হবে তখন অন্য কোন কিছু নিয়ে ভাবুন যেটা আপনার ভাল লাগে।
আপনি বন্ধদের সাথে মিশুন যাদের থেকে ভাল কিছু আশা করা যায়।
আপনি পরিবারের সাথে বেশি সময় দিন।
আপনি যদি লেখাপড়া করেন তাহলে নিয়মিন স্কুল/কলেজ এ যান।
আপনি টার্গেট করুন আমি আর ইয়াবা সেবন করব না কারণ এটা ক্ষতিকর।
আপনি বিভিন্ন গল্লের বই বা মুভি দেখতে পারেন সময় পাস করার জন্য।
আর আপনি নামাজ পড়ুন কারণ নামাজ মানুষকে সকল পাপ ও খারাপ কাজ থেকে বিরত রাখে।
আমি আশা করি আপনি আবার আপনার আগের জীবনে ফিরেযেতে পারবেন ইনশাআল্লাহ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Isan

Call

আপনি একদিনে ইয়াবা আসক্তি থেকে মুক্তি পাবেন না। তাই আপনি প্রথবে একদিন তার পর চার দিন পর ইয়াবা খাবেন। আর এমন করে আপনি ইয়াবা আসক্তি থেকে মুক্তি পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ