একটা ফেসবুক গ্রুপ থেকে তার সাথে পরিচয়, অল্প কয়েকদিন ওই গ্রুপেই কথা হওয়ার পর মেসেঞ্জারে তার সাথে প্রথম কথা হয়.. তারপর মেসেঞ্জারে কয়েকদিন কথা হওয়ার পর আমাদের ভিতরে সম্পর্কটা অনেক গভীর হয়ে যায়... তো সম্পর্কটার কোনো নাম ছিল না..  আমি কয়েকদিন ওর মুখ থেকে কিছু শোনার চেষ্টা করি কিন্তু ও অনেক চাপা..  তাই শেষমেষ আমাকেই বলতে হয়.. কিন্তু ও আমার মুখ থেকেই শুনতে চাইছিল  বলে মনে হত.. ওর নাকি একবার বিয়ে হয়েছিল, ১ সপ্তাহ পর ডিভোর্স হয়ে যায়, ও এবার ssc এক্সম দিচ্ছে আমি hsc দিবো.. আমি ওর বিয়েটা মানতে পারছিলাম না কিন্তু ওর কয়েকটা দিক আমার ভাল লাগায় আমি সব মেনে নিয়েছি, যেমন নামাজ, কোরান পড়া etc..  এখন আমরা বেশ ভাল একটা রিলেশনে আছি.. ও বলে আমাকে অনেক ভালবাসে, ওর কথাতে সেটা প্রকাশও পায়.. আমরা সারাদিন যখন সময় পায় তখনি কথা বলি.. মাঝে মাঝে আমাকে অনেক করুন ভাবে বলে আমি যেন ওর সাথে টাইম পাস না করি,, আর যদি করি তাহলে এখনি বলে দিতে, এক কথায় অনেক ভালবাসা দেখায়, আমি রাগ দেখায় গালি দিলেও ও কখনোই রাগ দেখায় না আমার উপর....... এখন আমি বুঝতে পারছিনা এটা কি আসলেই প্রকৃত ভালবাসা নাকি শুধুই আবেগ,,ফেসবুকের পরিচয়ে কেউ কাউকে না দেখে এভাবে কি সত্যিকারের ভালবাসা হয়..  ও এটাও বোঝাতে চায় যে এটা শুধু আবেগ না প্রকৃত ভালবাসা.... 


শেয়ার করুন বন্ধুর সাথে
amirupu

Call

ওটা ভালবাসা না ভাললাগা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ