এই পর্ণগ্রাফির কারণে ওয়েবসাইটে প্রচুর ভিজিটর পাওয়া যায় ফলে প্রচুর টাকা আয় হয়। এতে ওয়েব কম্পানিগুলোরও আয় হয়। কিন্তু সে আয় হালাল নয়। আর সরকার তো আর সব সাইট ব্লক করতে পারে না। শুধু খ্যাতিসম্পন্ন বাংলাদেশী সাইট বন্ধ করে। ব্লক করলেও আইপি হাইড করে ঢোকা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

প্রথমত: সরকার এতটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে না যে, পর্নগ্রাফি বন্ধ করতেই হবে। সরকার এটাকে অন্যান্য বিনোদনের মতোই মূল্যায়ন করে। দ্বিতীয়ত: পর্নগ্রাফির 'কল্যাণে' সরকার ইন্টারনেট বাবদ দুই চার টটাকা হলেও পায়। পর্নগ্রাফি বন্ধ করে দিলে সেটা পাবে না। তৃতীয়ত: পর্নগ্রাফি বন্ধ করেও তেমন কোনো লাভ হবে না। প্রতিদিন শতশত সাইট খোলা হচ্ছে, সরকার কয়টা বন্ধ করবে? তাছাড়া বন্ধ করলে সেসব সাইটে ভিপিএন বা প্রক্সি সাইট ইউজ করে অনেকে ঢুকবে। তাই সরকার এসব কাজে যাচ্ছে না। তবে সরকার যে একেবারেই কিছু করছে না, এমন নয়। বরং অনেক সাইট এবং পেজ সরকার বন্ধ করে দিয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ