আমার বয়স ২১ । আমি প্রায় ৪-৫ বছর যাবত হস্তমৈথন করি,এখনো প্রায় সময় করি।আমি অন্য মেয়েদের সাথেও শারিরিক সম্পর্ক করি।আমার প্রায় ২ বছর যাবত হাতে কনুই এর উপরের অংশ মানে হাতে কাদের দিকে হাতে উরু (সুয়ে থাকলে  বা খেলাধুলা করলে অনেক সময় জয়েন্টের হাড় টা নড়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় পরবর্তীতে হার আবার সামনে পেছনে জোরে নাড়া দিতে তা আগের জায়গায় চ লে আসে।এই সমস্যা টি আমার দুই হাতেই হয়।আমার।আমি আগে কখনো পরে গিয়ে বা হাতে আঘাত জনিত কোন ব্যথা পাই নি। আমায় কোন ঔষধ এর নাম বলে দিন যা খেলা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।

   (প্লিজ আমার উত্তর টা দিন)


শেয়ার করুন বন্ধুর সাথে

Call
আপনার তেমন কোন সমস্যা নেই, তবে
হস্তমৈথুন পরিত্যাগ করুন, হাতে যেহেতু
কোন ব্যথা হয়না, তাই চিন্তার কোন কারণ
নেই, প্রয়োজনে xray করে সেই অনুযায়ী
ঔষধ খেতে পারেন। অর্থপেডিক্স ডাক্তারের
পরামর্শ অনুযায়ী।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

এক জায়গার হাড় অন্য জায়গায় চলে যাবে

আবার ফিরে আসে, এটা ভুল কথা।


মনের দুর্বলতা, শরীরের কোন হাড় এভাবে

স্থানচ্যুত হলে আপনার অবস্থা ভয়াবহ হতো


যেহেতু কোন ব্যথা নেই, তাহলে চিন্তা মুক্ত

থাকার চেষ্টা করুন। হস্তমৈথুন ভালো নয়

ছেড়ে দিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ