অামার ল্যাপটপের মডেল compaq presario cq 57. প্রসেসর intel pentium 2.0 ghz, ram 2gb.| কোন মাঝারিমানের গেম খেলতে গেলে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে বন্ধ হয়ে যায়|

যদি কমপক্ষে 2.6 ghz প্রসেসর ও 8 gb ram ইন্সটল করা যায় তাহলে সমস্যা সমাধান সম্ভব? 

এধরনের পরিবর্তন হয় কিনা ও খরচ কত হতে পারে?



শেয়ার করুন বন্ধুর সাথে

পারসোনাল কম্পিউটারের মত ইচ্ছা করলে ল্যাপটপের কনফিগারেশন বাড়াতে পারবেন না ।রেম বাড়াতে পারবেন ।তবে প্রসেসর আপগ্রেড করতে আপনাকে আরেকটা ল্যাপটপের সমতুল্য মূল্য গুনতে হতে পারে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ