ফেসবুক পেজ এর post গুলা বুস্ট করার জন্য আমার কি ধরনের ক্রেডিট কার্ড লাগবে?? ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড নাকি নরমাল যেগুলা আছে ঐ গুলা?? 

আর যদি ইন্টারন্যাশনাল কার্ড লাগে তাহলে আমি সেটা কোথা থেকে নিতে পারি? 


আর আমি যদি পেওনিয়ার মাস্টার কার্ড বানাই তাহলে সেখানে ডলার লোড করবো কোথা থেকে?? 



Share with your friends

। প্রথমে সুন্দর একটি প্রোডাক্ট এর ছবি দিন ,ছবি নজর কাড়ার মতন উপস্থাপন করতে হবে এবং সাথে সুন্দর করে আকর্ষণীয়ভাবে প্রোডাক্ট রিভিউ দেন । এবার পোস্ট দিন , আপনার পেজ থেকে পোস্ট দেয়ার পরে দেখবেন বুস্ট নামক লেখা থাকবে পোস্টের নিচে ডানে । তাতে ক্লিক দিন । এখন কতজন মানুষের কাছে আপনার পোস্টটি পাঠাতে চান , সে হিসেবে আপনাকে বাজেট কত ডলার তা নির্ধারণ করে দিতে হবে । ইউএস ডলারে পেমেন্ট করতে চাইলে তা নির্ধারণ করে দিতে হবে । কতদিনের জন্যে বুস্ট পোস্ট তা নির্ধারণ করে দিবেন । একদিনের জন্যে হলে একদিন , এভাবে যতদিনের জন্যে করতে চান ততদিন নির্ধারণ করতে হবে

Talk Doctor Online in Bissoy App
Sawan

Call

ফেইসবুকে পোস্ট বুস্ট করার জন্য আপনার ক্রেডিট কার্ড লাগবে। আর আপনি যে নরমাল কার্ডের কথা বলছেন সেটা হলো ডেভিড কার্ড ক্রেডিট না। ক্রেডিট কার্ড বিভিন্ন ধরনের যেমন- মাস্টার কার্ড, ভিসা কার্ড, ডিসকভার, আমেরিকান এক্সপ্রেস ইত্যাদি। আপনাকে এসব কার্ডের যেকোন একটা থাকতে হবে।

Talk Doctor Online in Bissoy App