Android ফোন এ একসাথে কতো জনের সাথে কথা বলা যায়? সেটা কিভাবে?নিয়মটা জানাবেন plz.......


Share with your friends
Call

একজনকে কল করে আরেকটা নাব্বার ডায়েল করে কল করবেন তারপর অপশন এ যাবেন দেখবেন লেখা আছে কল কনফারেন্স এটা ওকে করবেন এবাভে যত খুশি এড করতে পারবেন যেখোনো মোবাইল থেকে নরমাল ফোন হলে ও সমস্য নাই এন্ডোয়েট লাগবে না।

Talk Doctor Online in Bissoy App
Junait

Call

সব ব্রান্ডের হ্যান্ডসেটের সেটিং এর নাম হুবহু

এক নয়, তবে নিয়মটি খুবই সহজ।

স্বাভাবিক নিয়মেই প্রথমে একজনকে 

কল করবেন সে কলটি রিছিবড করলে অতঃপর

অপশন থেকে add new call বা এ জাতীয় অপশনে

ক্লিক করলে

image

ডায়াল প্যাড আসবে, অতঃপর আরেকটি নম্বর ডায়াল

করুন,, এই নম্বরটি ও রিছিবড করার পর Setting

থেকে Confarance অপশনে ক্লিক করলে তখন

৩ জন ই একটিভ কলিং এ কথা বলা যাবে।

image   নতৃন অন্য কাউকে এড করত

 হলে একই নিয়মে করতে হবে।

Talk Doctor Online in Bissoy App