Call

স্ত্রীর সাথে কথা বলুন প্রাণ খুলে। আমি আমার স্ত্রীর সাথে এমন কিছু নাই যা শেয়ার করিনা। দুজন দুজনকে স্বামী স্ত্রী নয় বন্ধু ভাবি। দুজনই একে অপরকে প্রচন্ড রকম শ্রদ্ধা করি। এখনো তুলে আনা হয়নি। বিয়ের সাড়ে তিন বছর চলছে। 

যাই হোক আমার মতে যখন চারটা বিষয় একত্রিত হয় তখন সম্পর্কের বন্ধন ফেভিকলের আঠার মত হয়। 

বিশ্বাস, শ্রদ্ধা, ভালবাসা, বন্ধুত্ব।

চারটির একটি কম হলে সম্পর্কে তিক্ততা আসে। তাই স্ত্রী হোক আর আর যাই হোক এই চারটি খেয়াল রেখে সব বলুন, প্রাণ খুলে। স্ত্রীকে বুঝতে চেষ্টা করুন। না পারলে জিজ্ঞাস করবেন যে তার পছন্দ অপন্দ, রুচি ইত্যাদি। সুন্দরভাবে আদরনীয় শব্দ যোগে সম্বোধন করুন। নিজেকে পুরুষ নয় বন্ধু হিসাবে উপাস্থাপন করুন। মন দিয়ে তার কথা শুনুন। তাকে বুঝান আপনি শুধু স্বামী নন আপনি একজন বন্ধু, ভাল বন্ধু। এমন কিছু শেয়ার করবেন না যা সে সইতে পারবে না। যেমন পূর্ব প্রেম থাকলে। তাকেও বলে দিবেন এমন কোন কথা বলতে না যা শুনলে সম্পর্ক ভাল থাকে না। যদিও পূর্ব সম্পর্ক থেকে থাকে তাতে এমন কি হইছে? এসব শুনার প্রতি আগ্রহও দেখাবেন না।

অবশ্যই শুরুতে নিজেই সালাম দিয়ে দিন। এতে ছোট হবেন না। আর সর্বোপরি মনের মধ্যে ভালবাসা রেখে কথা বলুন। ভালবাসাই আপনাকে বলবে কি বলতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ