দাঁত সোজা করার জন্য ডাক্তার বললো যে আমার দুটো দাঁত তুলে ফেলতে হবে।এখন কি আমি দাঁত তুলবো?কোনো সমস্যা হবে নাকি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

যেখানে সেখানে রাস্তাঘাটের ডাক্তারের দ্বারা

 দাঁত ফেলবেন না। রেজিস্টার্ডবিহীন  ডেন্টাল 

সার্জন রাস্তায় কিছু সাড়াশি জাতীয় যন্ত্রের সাহায্যে 

মানুষের দাঁত তুলে থাকেন আবার কিছু কিছু 

ক্ষেত্রে ডিগ্রীহীন হাঁতুড়ে ডেন্টিস্টরা চেম্বারেও 

যন্ত্রপাতি জীবাণুমুক্ত না করেই দাঁতের সার্জারী

 বা দাঁত তুলেন। এমন চিকিৎসকের পরামর্শ

ও নিবেন না চিকিৎসা করা তো দুরের কথা। 

মাড়ির দাঁত তুলে ফেললে অনেক অপকারিতা

হয়, আপনার সম্ভবতো সাধারণ দাঁত। 

আপনি স্বীকৃতি ডেন্টাল চিকিৎসকের পরামর্শ

নিন তিনিই আপনাকে সঠিক বলতে পারবেন

যে আপনার জন্য দাঁত তুলে ফেলা ভালো হবে নাকি

না তোলাটাই ভালো হবে। দাঁতটি তুললে কি কি

বিপর্যয়ের সম্মুখীন হতে পারেন এ বিষয়টিও

জানতে পারবেন।

দাঁত, দাঁতের অবস্থান না জেনে এ বিষয়ে কিছু

বলা যাবে না সুতরাং চিকিৎসকের পরামট নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ