শেয়ার করুন বন্ধুর সাথে

যে কোন একাডেমীকক পড়ার জন্য

সবসময় মেইন বই পড়বেন। গাইড

না পড়াটাই একজন ছাত্রের জন্য উওম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি মনে করি অনার্সের/ডিগ্রির নিচের ক্লাসের বইগুলো ভাল করে পড়া লাগে । এজন্য এসএসসি বা ইন্টারে গাইডের চেয়ে বইয়ে নজর দেওয়া ভাল । অনার্সের/ ডিগ্রির গাইড ভাল হবে । অনার্সে/ডিগ্রিতে অত পড়া লাগে না বা বেশি পড়ার ইচ্ছে থাকে না ।  অনার্স বা ডিগ্রির সৃজনশীল না হলেও 10 টি এক কথায় উত্তরের প্রশ্ন থাকে । সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্ন থাকে ।গাইডে এগুলো সালের ইন্ডিকেট করে দেওয়া থাকে । সালের প্রশ্ন পড়লেই যথেষ্ট । তাই গাইড ভাল হবে । জোড় সালের পরীক্ষা হলে পূর্ববর্তী দুটি জোড় সালের প্রশ্ন অনুসরণ করবেন । আর বিজোড় সালের পরীক্ষা হলে পূর্ববর্তী দুটি বিজোড় সালের প্রশ্ন অনুসরণ করবেন । তাতেই ভাল কমন পাওয়া যাবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সর্বদায় একাডেমিক পড়ার ক্ষেত্রে পাঠ্যবই উত্তম ।

কেননা এখন থেকে অনেক কিছু বিশ্লেষণ আকারে

শেখা যায় । 

তবে ডিগ্রীর ক্ষেত্রে আপনি বই না কিনে গাইড কিনেন ।

কারণ অপনার এখানে শেখার চাইতে ভালো রেজাল্ট জরুরি ।

আপনি বই কিনলে প্রশ্নের উত্তর সাজিয়ে শিখতে ও লিখতে 

পারবেন না এবং উত্তর খুঁজে পেতেও অসুবিধা হবে ।

তাই আপনি গাইড বই কিনে নিন ।

এতে আপনার ভালো হবে । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ