ArfanAli

Call

সৃজনশীলে বাড়তি তিন মার্ক বাড়িয়ে দিতেও পারে অথবা না দিতেও পারে। কিন্তু আপনি যদি কোনো অংকের ১ বা ২ লাইন করে রেখে দেন তাহলে সেগুলোতে কোনোভাবে মার্ক দিয়ে শিক্ষক অতিরিক্ত ৩ মার্ক করে দিতে পারে।তবে ৩ মার্ক বাড়িয়ে না দেওয়ার সম্ভাবনাই বেশি। ১ ব ২ মার্ক বাড়িয়ে দিতে পারে। তবে আপনি যদি ১ বা ২ লাইন অর্থাৎ সামান্য পরিমাণেও না লিখেন তাহলে শিক্ষক মার্ক বাড়িয়ে দেওয়ার কোনো উপায় পাবে না। ৩ মার্ক বাড়িয়ে দিলেও এর চেয়ে বেশি মার্ক বাড়িয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই।

Talk Doctor Online in Bissoy App

নিয়ম অনুযায়ী আপনি ফেল করবেন। 

কেননা গণিতে মার্ক বাড়ানোর কোন সুযোগ থাকেনা। 

কিন্তু, আপনি যদি এমসিকিউতে অনেক ভালো করেন এবং শিক্ষক যদি চায় তবে পাশ করিয়েও দিতে পারে । 

এটা কারো পক্ষে 100% নিশ্চিত হয়ে বলা সম্ভব না যে আপনাকে পাশ করিয়ে দিবে কি না। 

Talk Doctor Online in Bissoy App
Tahsin Noor

Call

গণিতে ভিন্ন বিষয়,আগে অংকের সামান্য ভুল গেলেও পুরা অংক কেটে দিতো। কিন্তু এখন তা করেনা,আপনি যদি ২০ নিশ্চিত এন্সার করে থাকেন এবং অন্যগুলার কয়েকটা লাইন লিখে থাকেন অর্থাৎ অসম্পূর্ণ উত্তর করে থাকেন তবে অসম্পূর্ণ উত্তরেও শিক্ষক ১ করে বাড়িয়ে দেয় এবং এতে আপনার যতটা অসম্পূর্ণ উত্তর করবেন ততটায় ১ করে মোট ২-৩ নাম্বার বাড়াতে পারে,অর্থাৎ পাশ করার সম্ভাবনা আছে

Talk Doctor Online in Bissoy App