Call

গাইড  বই না নেওয়া টাই ভালো

আপনি ভালো করে মেইন বই গুলা ভালো করে

পড়েন এবং,,,,,,,, যে গুলা পড়বেন সেগুলা MCQ এর জন্য

দাগিয়ে রাখবেন,

       মেনই বই এর বিকল্প নাই 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সৃজনশীল নিয়মে প্রশ্ন হওয়ার পর থেকে গাইড থেকে মেইন বই পড়ার গুরুত্ব বেশি হয়েছে। মেইন বই পড়লে প্রত্যেক বিষয়ে সম্পূর্ণ ধারণা আসে যা গাইড পড়লে আসেনা। আর মেইন বই পড়ার নিয়ম হলো, প্রত্যেকটা লাইন খেয়াল করে পড়তে হবে, পাশাপাশি যে শব্দটি সম্পর্কে প্রশ্ন হতে পারে তার নিচে কলম দিয়ে একটা আন্ডার লাইন করে রাখতে হবে, এবং লাইন কৃত শব্দ বা বাক্যগুলো পরীক্ষার সময় দেখে নেতে হবে - এরকম নিয়মে মেইন বই পড়লে গাইড বইয়ের কোনো প্রয়োজন হয় না বরং গাইড বই পড়ার থেকেে কয়েকগুন বেশি ধারণা অর্জন হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
rakib20

Call
হিসাব বিজ্ঞানের জন্য গাইড বই কিনলে ভালো হবে ।  অন্যান্য
সাবজেক্টের জন্য মেইন বই পড়লে ভালো হবে ।  হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে আপনি বিভিন্ন অংকের সমাধান গাইড বইয়ে
ভালো ভাবে পাবেন ।  তাই আমার মতে আপনি হিসাববিজ্ঞান
এর জন্য গাইড কিনুন । 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ