শেয়ার করুন বন্ধুর সাথে

দয়া করে জানাবেন যে বুক দরফর করার পাশাপাশি নিম্নক্ত সমস্যাগুলো আপনার হচ্ছে কিনা ১. দুর্গন্ধযুক্ত বা গন্ধহীন ঢেকুর ওঠা ২. পেট ফেঁপে ওঠা ৩. পেট ফেঁপে ওঠার দরূন তলপেটে বা উদরে ব্যথা হওয়া যদি হয়ে থাকে তাহলে এর থেকে ঘরোয়া উপায়ে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে পিপারমিন্ট, কেমোমাইল কিংবা ফিনেল দিয়ে চা বানিয়ে খেতে হবে। তাছাড়া ডাক্তারের পরামর্শ নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পেটে গ্যাস হলেও বুকে চাপ বোধ কিংবা ধরফর

 করতে পারে তবে এই দুটি সমস্যা দিয়ে

 আপনি কনফ্রাম হতে পারবেনা না যে আপনার

 পেটে গ্যাস হয়েছে হাঁপানি বা এজমার

 সমস্যা হলে শ্বাস কষ্ট হয় । 

হৃদরোগ হলেও এটা হতে পারে । আপনি

 ভাল চিকিৎসক  দেখান সঠিকভাবে

 রোগ নির্ণয় করে চিকিৎসা নিন।

 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ