শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

যিনা করার পাপ মাপ হবে তাকে বিয়ে করলে এমন কোনো হাদিস বা কুরআনের আয়াত নেই। তওবা করুন। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন,  আল্লাহর ইবাদত করে তাঁকে সন্তুষ্ঠ করে উক্ত পাপের শাস্তি থেকে রক্ষা পাওয়া যেতে পারে তবে মাফ হবেই এমন কিছু আল্লাহ ও তাঁর রসুল বলেন নি।  তবে আপনার উচিত তাকে বিয়ে করে নেওয়া।  আমার ব্যাক্তিগত পরামর্শ:  আল্লাহর কাছে মন থেকে তওবা করুন, তাঁর বিধি বিধান মেনে চলুন এবং হ্যাঁ উক্ত মেয়েটিকে শরীয়াত মোতাবেক নিয়মে বিয়ে করে নিন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিয়ের পূর্বে জিনা করার দরূন আপনাদের অবশ্যই গোনাহ হয়েছে। যদিও উক্ত মেয়েকেই বিয়ে করা হয়েছে। তাই বিয়ে পূর্বের জিনার জন্য তওবা করতে হবে। তওবা করার পদ্ধতি হল, ১-পূর্ব গোনাহের জন্য অনুতপ্ত হওয়া। ২-ভবিষ্যতে আর কখনো এমন গোনাহ না করার সংকল্প করা। ৩- উক্ত গোনাহটি ছেড়ে দেয়া। انَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا [٤:١٧]وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا [٤:١٨ অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন,যারা ভূলবশতঃ মন্দ কাজ করে,অতঃপর অনতিবিলম্বে তওবা করে; এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ মহাজ্ঞানী, রহস্যবিদ। আর এমন লোকদের জন্য কোন ক্ষমা নেই, যারা মন্দ কাজ করতেই থাকে,এমন কি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয়, তখন বলতে থাকেঃ আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য, যারা কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে। আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। {সূরা নিসা-১৭-১৮} তাছাড়া আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এ জন্য কায়মানোবাক্যে ক্ষমা চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের গোনাহকে মাফ করে দিবেন। আপনার সংসার সুখময় ও ইবাদতময় হোক এ দুআই করছি। عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ হযরত আব্দুল্লা বিন মাসঈদ রাঃ থেকে বর্ণিত। রাসল সাঃ ইরশাদ করেছেন, গুনাহ থেকে তওবাকারী সেই ব্যক্তির মত যার কোন গোনাহ নেই। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪২৫০} عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه و سلم لا يلج النار رجل بكي من خشية الله حتى يعود اللبن في الضرع ولا يجتمع غبار في سبيل الله ودخان جنهم হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-“যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করে সে ব্যক্তিকে (জাহান্নামের) অগ্নি স্পর্শ করা সম্ভব নয় যদিও দোহনকৃত দুধ উলানে ফিরানো সম্ভব হয়। আর জাহান্নামের ধোঁয়া এবং আল্লাহর পথে (চলার কারণে) উড়ন্ত ধুলি কখনো একসাথে হতে পারেনা। (নাসায়ী শরীফ, হাদিস নং-৩১০৮, সুনানে তিরমিযী, হাদিস নং-১৬৩৩, ২৩১১, সুনানে আবু দাউদ, হাদিস নং-৪২৭)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ