উদাহরণ সহ বুঝিয়ে দিলে উপকৃত হব ।
Share with your friends

Say এর পর to ব্যবহৃত হয় কিন্তু Tell এর পর to ব্যবহৃত হয় না।

Talk Doctor Online in Bissoy App
Call

কোন কিছু বলা অর্থে শব্দ গুলো ব্যবহার হলেও প্রয়োগগত ভাবে কিছু পার্থক্য আছে । যেমনঃ

 কাউকে (পারসোনাল অবজেক্ট) সরাসরি উদ্দেশ্য না করে কিছু বলতে Say ব্যবহৃত হয় । যেমনঃ 

Mark Jukerberg says that facebook is essential for new era.

¤ আবার say এর পরে পারসোনাল অবজেক্ট যদি বসে তাহলে মাঝে to বসে । যেমনঃ 

Tell me what he said to you.

 কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে Tell ব্যবহৃত হয়ে থাকে। tell দ্বারা নির্দেশনা বা তথ্য প্রকাশ পায় । যেমনঃ 

Tell me what he said.

➫ গুরুত্বপূর্ণ বা আনুষ্ঠানিক ও ভাষার দক্ষতা বিষয়ক কথা বলতে Speak ব্যবহৃত হয়ে থাকে । যেমনঃ

I need to speak to you after class.

➫ দুই বা ততোধিকের মধ্যে তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে talk ব্যবহৃত হয়ে থাকে । যেমনঃ

Let's talk about it.

Talk Doctor Online in Bissoy App