Call

 মুহাম্মাদ ইবনুূু বাশশার (রহঃ) আমির ইবনুূু রাবিয়া রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত যে, বানী ফাযারার জনৈক মহিলা দুটো পাদুকা মহরানার বিনিময়ে বিবাহ করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাকে বললেন, তোমরা জান ও মালের বিনিময়ে এই দুটো পাদুকার ওপর তুমি নিজের বিয়েতে রাজি হয়ে গেলে? মহিলাটি বলল, হ্যাঁ। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতখন এই বিয়ের অনুমোদন দিয়ে দিলেন। এই বিষয়ে উমার, আবূ হুরায়রা, সাহল ইবনুূু সা’দ, আবূ সাঈদ, আনাস, আয়িশা, জাবির এবং আবূ হাদরাদ আসলামী রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আমির ইবনুূু রাবিআ রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীসটি হাসান-সহীহ। এাহরানার পরিমাণ সম্পর্কে আলিমগণের মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলেন, যে পরিমাণ মোহরের উপর তারা সম্মত হয় তা-ই মহর বলে গণ্য হবে। এ হলো সুফইয়ান ছাওরী, শাফিঈ, আহমাদ ও ইসহাক (রহঃ)-এর অভিমত। ইমাম মালিক ইবনুূু আনাস রাদিয়াল্লাহু আনহ বলেন, এক দীনার (স্বর্ণমুদ্রা)-এর এক চতুর্থায়শের কম মহর হতে পারে না। কুফাবাসী কতক আলিম বলেন দশ দিরহামের কমে মহর হতে পারে না।

সুত্র : তিরমিজী শরীফ (ইফা), হাদিস  নং ১১১৩



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

রাসূল সাঃ এর যুগে বিবাহের ক্ষেত্রে সর্বনিম্ন পরিমাণ ছিল ১০ দিরহাম। যার বর্তমান পরিমাণ হল ৩০০ গ্রাম ৬১৮মিলি গ্রাম রূপা বা এর সমমূল্য। {জাদীদ ফিক্বহী মাসআলা-১/২৯৩} যেহেতু রূপার মূল্য উঠানামা করে তাই সঠিক মূল্য লিখে দেয়া সমীচিন মনে করছি না। মার্কেটে গিয়ে স্বর্নের দোকানদার থেকে তা নির্ণিত করে নিন। ৩০০ গ্রাম ৬১৮ মিলি গ্রাম রূপার মূল্য যা আসে তাই হবে মোহরের সর্বনিম্ন মূল্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ