হিদায়াতের মালিক আল্লাহ তায়ালা। তিনি যাকে ইচ্ছা হিদায়াত দেন, যাকে ইচ্ছা হয় দেন না। এ বিষয়ে কোন সন্দেহ নেই। হযরত ইব্রাহীম (আ) এর বাবা মূর্তিপূজক ছিলেন। তাকে তো তাঁর আওলাদ হিসেবে হিদায়াত দেওয়ার কথা ছিলো। কিন্তু আল্লাহ তাকে হিদায়াত দেন নি।আবু তালিব নি:সন্দেহে আল্লাহর রাসূল কে মনে প্রাণে ভালোবাসতেন। কিন্তু সে একরোখা ছিলো। তার পূর্ববর্তী বংশধররা যে ধর্ম পালন করতো তিনিও সে ধর্ম পালন করতে বদ্ধপরিকর ছিলেন। কোন মানুষ যখন প্রচন্ড জেদি হয় তখন তার কাছে ভালো মন্দ যাই কিছু উপস্থাপন করা হয় না কেনো সে তা পরোয়া করে না। সে নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। যার কারণে আল্লাহর হেদায়াত তার নসীবে হয় নি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ