tusarmia80

Call

দ্রুত সুন্দর হওয়ার কিছু টিপস নিচে দেওয়া হলো। টিপস- ০১: সর্বপ্রথম আপনার ত্বকের উপর থেকে রৌদের কঠিন বিষময় তাপ সরিয়ে ফেলুন। অথ্যাৎ নিজেকে রোদ থেকে বিরত রাখুন। প্রয়োজনে ছাতা ও স্নানগ্লাস সঙ্গে রাখুন যাতে আপনার ত্বককে রোদ পুরে ফেলতে না পারে। টিপস- ০২: আপনার মুখ ভালভাবে ধুয়ে পরিস্কার রাখুন। প্রয়োজনে সামর্থ অনুযায়ী ফেস ওয়াশ করে মুখ পরিস্কার করুন। এছাড়াও তিল গুড়া করে অথবা পিষে তাতে সামান্য পরিমান পানি মিশিয়ে তরলটুকু পরিস্কার করে দেখবেন এক প্রকার সাদা তরল পানি ভাসছে। সেটি মুখে লাগান। মনে রাখবেন, আপনী বাহিরে চলাচল করার সময় মুখের যে স্থানগুলো বেশি রোদের তাপ প্রভাবিত হয় সে স্থানগুলোতে বেশি করে লাগান। আপনী ফর্সা হবেন। টিপস- ০৩: আপনার পরিস্কার মুখে প্রতি সপ্তাহে দু একবার চন্দনের মাটি লাগিয়ে ২০/৩০ মিনিট শুকিয়ে পরিস্কার করুন। দেখুন আপনী ফর্সা হবেন। জেনে রাখবেন, আপনী এক দিনেই ফর্সা হবেন না। ধীরে ধীরে আপনার ত্বকের সৌন্দর্য পরিবর্তন হয়ে আপনার ফর্সা চেহারার অধিকারী হবেন। টিপস-০৪: খাবার দুধ এবং দুধের স্বর এর উপরের টুকু আলতে ভাবে তুলে সেটি মুখে ব্যবহার করুন। পরিস্কার রাখুন দুধ দিয়ে নিজের মুখ। তাতে মুখের যাবতীয় ময়লা দূর হবে আর আপনী ফর্সা হবেন। চেষ্টা করুন সফল হবেন। টিপস-০৫: আপনী যখন সাঁতার কাটবেন তথা সুইমিং পুলে থাকবেন তখন সমুদ্রের ধারে বরফ পড়ে আছে এমন যায়গায় যাওয়ার সময় চেষ্টা করবেন সান স্ক্রিন লাগিয়ে যাওয়ার জন্য। কারণ হলো পানি বা বরফে সূর্যরশ্মি সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। যা আপনার ত্বকের জন্য ক্ষতির কারণ। টিপস-০৬: আপনার ত্বককে আরও ফর্সায় রুপান্তরিত করতে আপনী মুখে দই লাগান। তারপর ২০ থেকে ৩০ মিনিট দইয়ের মধ্যে মুখ ভিজিয়ে রাখুন, দেখবেন আপনার ত্বকের উজ্জলতা বাড়বে। এভাবে প্রতি সপ্তাহে সর্বনিম্ন একদিন লাগান, আপনার রুপের পরিবর্তন আসবে। টিপস-০৭: শরীরের বিভিন্নস্থানে দাগ আছে অথবা আরও উজ্জলতা ফিরে আনতে চান, তাহলে গোসলের পূর্বে বেসন, দই, আর সামান্য পরিমান হলুদ মিশিয়ে তৈরি করুন। এবং সেটি গোসলের পূর্বে নিয়মিত ব্যবহার করুন। আপনী ফল পাবেন। শুধুমাত্র হলুদ শরীরে ব্যবহারের ফলে আপনী আপনার সম্পূর্ণ শরীরের এক হলুদিয়া আভা নিয়ে আসতে পারেন। যা ছেলে-মেয়ে উভয়রা অনেক পছন্দ করে। টিপস-০৮: লেবুর জল, ডিমের সাদা অংশটুকু ঠিক সমপরিমান ভালভাবে মিশিয়ে, তা মুখে ২০ থেকে ৩০ মিনিট রাখুন তারপর ধুয়ে ফেলুন। আপনার তেল তেলা স্কিন এর উজ্জলতা বেড়ে যাবেই। টিপস-০৯: আপনী যদি শুস্ক ত্বকের অধিকারী তাহলে দু চা চামুচ আলুর রস, গাভীর দুধ ফ্রিজে অথবা ঠান্ডা করে ক্লিনজার হিসেবে ব্যবহার করুন। দেখবেন আপনার রুপের সেক্সি ভাবটি ফুটে উঠবে। সবার ভালবাসা বেশি পাবেন। টিপস-১০: আপনার শরীরের সব স্থান অনেক সুন্দর, কিন্তু আপনার হাতের কনুই, পায়ের হাটু অসুন্দর তথা কালো। এমন সমস্যায় আপনী এক চা চামুচ তারমুজের রস, আধা কাপ পেঁপেঁর শাঁস, ডিসের সাদা অংশটুকু সাথে এক চা চামুচ মধু মিশিয়ে তৈরী করুন একটি ক্রিম । যা আপনী আপনার শরীরের অসুন্দর তথা কালো স্থানগুলো ভালভাবে লাগিয়ে রাখুন ২০ থেকে ৩০ মিনিট। তারপর ধুয়ে পরিস্কার করে ফেলুন । এভাবে ২/৩ সপ্তাহ প্রতিদিন করতে থাকুন । আপনার সেই অসুন্দর কালো স্থানগুলো পরিস্কার ও ফর্সা ভাব দেখতে পাবেন। টিপস-১১: সাধারণত মেয়েরা মুখের তৈলাক্তভাব দূর করতে চান অনেকেই। তাদের জন্য এই মুখের তৈলাক্তভাবে দূর করার জন্য মুগের ডাল গুড়ো করে তাতে সামান্য পনি মিশিয়ে প্রতি সপ্তাহে একদিন করে মুখে লাগান। পরিস্কার করে ফেলুন মুখ। দেখবেন আপনার মুখের সব কালো কোষ দূর হয়ে শুস্ক ত্বকে পরিনত হচ্ছে। টিপস-১২: ত্বক তৈলাক্ত সুন্দর্যের অধিকারীরা এই ভাবেও ফর্সা হতে পারেন। তারা মেথি গুড়া করে, কমলালেবুর রস, কমলালেবুর ছাল, গুড়ো করে তৈরী করে নিন মুখের হালুয়া । তারপর মুখে লাগান। তারপর মুখ পরিস্কার পানি দিয়ে ভালভাবে পরিস্কার করে ফেলুন। ফর্সা হবেন। টিপস-১৩: শষা পিষে তার রসের সাথে বড় এক টুকরা পাকা কলা নিয়ে কচলিয়ে তৈরী করুন রেসিপি। তারপর মুখে লাগান। প্রায় ৩০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। ঠান্ডা পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। টিপস-১৪: দুধের সাথে মেওয়া একসাথে বেটে নিয়ে নিজেই তৈরী করুন ফেসপ্যাক। তারপর সেটি মুখে লাগিয়ে প্রতিদিন মুখে ম্যাসাজ করুন। আপনার মুখের সৌন্দর্য ফিরে আসবেই। কোন বিউটিশিয়ানদের কাছে যেতে হবে না। টিপস-১৫: আমাদের সব ধরণের মেয়েদের ও ছেলেদের এক বিশেষ সমস্যা রয়েছে। সেটি হলো ঠোট কালো। এই ঠোট কালো থেকে পরিত্রান পাওয়ার উপায় হচ্ছে- মধু, লেবুর রস, একসাথে মিশিয়ে নিয়মিত ঠোটে লাগান তারপর ১০ মিনিট পরে সেটি ঘষে ঘষে পরিস্কার করে ফেলুন। দেখবেন আপনার ঠোট ধীরে ধীরে ফর্সা হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ