অশান্তিতে আছি আমার স্ত্রী আমার কোন কথা শোনে না। 
এতে আমার এবং আমার বাচ্চাকাচ্চার উপর অনেক সমস্যা হচ্ছে।
একটু সমাধান চাচ্ছি আমার ছেলের বয়স ১৪ ও মেয়ের বয়স ৭
 ও আমাকে কথায় কথায় তালাক দেয়।
 এর পর কি এই স্ত্রী নিয়ে আমার সংসার করা কি ঠিক হচ্ছে?। আর বাচ্চদের অবহেলায় তারা দিন দিন শুকিয়ে যাচ্চে।
 তার পর থেকে আমার ব্যাবসায় কোন উন্নতি নেই,,
,,, দিনের পর দিন ধংশের দিকেই যাচ্চি
। এখনই তো একটা "সিদ্ধান্ত " নেওয়া উচিৎ কি
। আমাকে কোন ভাই সঠিক সাজেশন দিলে আমি অনেক উপকৃত হবো......!???



শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনি আপনার স্ত্রী কে ভালোবাসা দিয়ে বোঝান । ভালোবাসাই পারে সকল কিছুর সমাধান দিতে । তাছাড়া আপনার স্ত্রী যেগুলো চাই তা পুরোন করার চেষ্টা করবেন । আর এই বিষয়টিতে এখানে প্রশ্ন না করে আপনার গ্রামের লোক জন বা শশুর শাশুড়ি ডেকে মিমাংসা করে নিন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কেনো উনি এই রকম করে আগে সে কারন টা জানুন।

কোন কারনে এই রকম করে সেটা জানার চেষ্টা করুন।

তার পর যেটা নিয়ে সমস্যা সেটা সমাধান করুন।

কথায় কথায় তালাক দেওয়া কিন্ত ঠিক না

তাই রাগা রাগি না করে বুঝিয়ে বলুন উনাকে

আপনার এই রকম সমস্যা তে থাকলে সেই প্রভাব

আপনাদের বাচ্চাদের উপর পড়বে।

প্রয়োজন হলে আপনার শশুর শাশুড়ির সাহায্য নিন।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ