image

রেফ্রিজারেটর এই বাটনটি দিয়ে কি করা হয়


শেয়ার করুন বন্ধুর সাথে
tusarmia80

Call

ঐ বাটনটির মধ্য একটি লাল কালারের ছোট চিহ্ন আছে। সেই চিহ্নটি যদি 1এর মধ্য আনা হয় তবে রেফ্রিজারেটর আস্তে আস্তে ঠান্ডা হবে। এবং রেফ্রিজারেটর কম ঠান্ডা থাকবে। আর যদি 7 এর মধ্য আনা হয় তবে রেফ্রিজারেটর খুব দ্রুত ঠান্ডা হবে। আর রেফ্রিজারেটর প্রচন্ড ঠান্ডা থাকবে। তবে 4-5 এর মাঝামাঝি রাখাই উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ