শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলা একাডেমির ডিকশনারিতে "কখনো " আর "কখনও " শব্দ দুটির একই অর্থ করা হয়েছে। ব্যবহারিক ক্ষেত্রে এটার দুইরকম রূপ দেখা যায়। যেমন, ১. কখনো: মাঝে মাঝে, কোন এক সময় (স্বাভাবিক ভাবাবেগ দিয়ে প্রকাশের ক্ষেত্রে) - সে কখনো কখনো এখানে আসে। ২. কখনও: কোন এক সময় (জোর দিয়ে প্রকাশের ক্ষেত্রে এবং বেশিরভাগ সময় নেতিবাচক বাক্য ব্যবহারে)- সে কখনও এ'মুখো হয় না। একই অর্থে ব্যবহার করা হলে সেক্ষেত্রে "কখনো " ব্যবহার না করে "কখনও " ব্যবহার করলে অর্থটা জোড়ালো হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ