বিস্ময়ের সুসুন্দরতা আরো বৃদ্ধি করার জন্য
পুরাতন প্রশ্নে উত্তর প্রদান করার পূর্বে যে
 বিষয়গুলো মাথায় রাখতে হবে সেগুলো নিম্নরূপ →
আশা করি সবাই যথাযথ মেনে চলবেন। 

 পুরাতন কোন প্রশ্নে উত্তর প্রদান করা যাবেনা?

 যেসব  পুরাতন প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আছে এমন
 প্রশ্নে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন।
পুরাতন প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আছে এমন 
প্রশ্নে কোন সদস্য উত্তর প্রদান করলে প্রথমত 
সেই সদস্যকে নিষেধ করা হবে,যদি নিজেকে
 কর্ণপাত  না 
করেন অর্থাৎ একই ভুল বার বার করেন তাহলে 
তাঁর বিরুদ্ধে বিস্ময়ের নীতিমালার নিয়মানুযায়ী 
যথাযথ ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো।
 "একটা কথা মনে রাখবেন কোন সদস্যের 
অ্যাকাউন্ট স্থগিত করা এটা আমাদের কাম্য না,
কিন্তু  সদস্যরা নিজেই অ্যাকাউন্ট স্থগিত করতে 
আমাদেরকে বাধ্য করে"।

পুরাতন কোন প্রশ্নে উত্তর প্রদান করা যাবে?

যেসব পুরাতন প্রশ্নে আপনি  উত্তর প্রদান করতে চান 
 প্রথমত  দেখুন পূর্বের উত্তরটি সঠিক নাকি
 ভুল আছে।
যদি পুরাতন প্রশ্নের উত্তরটি আপনার নিকট ভুল বলে
 মনে হয় তাহলে
উত্তরটির নিচে "সর্তক কর" নামের অপশনে ক্লিক 
করে সর্তক করুন উত্তরে,তারপর  উত্তরটির ভুলটি
 কোথায় সেটা মন্তব্যে উত্তরকারীকে অবহিত করে দিন।
অতঃপর আপনি আপনার  উত্তর প্রদান করুন। 
আর হ্যাঁ,আপনি
 উত্তর প্রদান করার পূর্বে বিশেষ করে লক্ষ করবেন
 আপনার উত্তরটি যেনো পুরাপুরি সঠিক হয়।
অর্থাৎ  একদম নির্ভুল উত্তর প্রদান করতে হবে।

অনুত্তরিত  পুরাতন প্রশ্নে যদি সঠিক উত্তর আপনার
 জানা থাকে তাহলে উত্তর প্রদান করুন এতে কোন
 সমস্যা নেই।

পোস্টটিতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

শেয়ার করুন বন্ধুর সাথে

একটি প্রশ্নের উত্তরের তথ্যের অনেক বৈচিত্রময়তা ও বহুমাত্রিকতা থাকতে পারে ৷এজন্য একটি প্রশ্নের একাধিক উত্তর থাকা উচিত ৷তবে অবশ্যই একই উত্তর নয় ৷ধন্যবাদ ৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
রায়

Call

এই বিষয়ে জানার জন্য আপনাকে ধন্যবাদ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ