ArfanAli

Call

MCQ তে পাশ করার জন্য ২৫ এর মধ্যে নূণ্যতম ৮ মার্ক পেতে হবে। ৪ পেলে পাশ আসার কোনো সম্ভাবনা নেই।

Talk Doctor Online in Bissoy App

বস্তুত আপনি কৃতকার্য হন নি।।। মানে আপনি ফেইল করবেন.. কেননা ২০১৬ এর শিক্ষা বোর্ডের আইন অনুযায়ী বহুনির্বাচনী এবং শৃজনশীল উভয়েই কৃতকার্য হতে হবে. তবে আপনার ভবিষ্যৎ চিন্তা করে পাশ করে দিতেও পারে। তবে তার সম্ভনা খুব কম।।। আল্লাহর উপর ভরসা রাখুন।।।

Talk Doctor Online in Bissoy App
mdolihasan

Call

যদি আপনি MCQ তে 8 পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই পাশ করবেন ।

Talk Doctor Online in Bissoy App
MDshahinur

Call

না ভাই আপনার পাশ কোন মতেই আসবে না। আপনি যেটাই করেন না কেন। যদি আপনার লিখিত খাতায় খারাপ হতো পাশ করার চান্স ছিলো। আপনি যেহুত mcq তে 4 পাইছেন তাই আপনার ঔই বিষয় পেল আসবে।

Talk Doctor Online in Bissoy App

হ্যা আপনি পাস করবেন,             

Talk Doctor Online in Bissoy App

S.S.C পরীক্ষাতে বহুনির্বাচনি ও লিখিতে আলাদা আলাদা পাস করতে হয়।যদি বাংলা হতো তাহলে বাংলা ১ম এ MCQ ৯পেলে বাংলা ২য় তে ১১পেলে পাস অর্থাৎ দুই বিষয়ে ২০পেলে পাস কিন্তু পদার্থে তা সম্ভব নয়।আশা করি বুঝতে পেরছেন।

Talk Doctor Online in Bissoy App
Call

পাস হবেনা কারণ আলাদা আলাদা পাস করতে হবে ।

Talk Doctor Online in Bissoy App