যেহেতু তার গতি অনেক তাই আপেক্ষিক তত্ত্ব অনুসারে কি এমন হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে

ভালোভাবে খেয়াল করুন । মহাবিশ্বের সর্বোচ্চ বেগ হচ্ছে আলোর (ফোটনের) । ভর বিশিষ্ট কোন কিছু এই বেগ অর্জন করতে পারবে না । কেননা তার জন্য অসীম শক্তির প্রয়োজন হবে । এবার খেয়াল করুন । সময়ের বেগ মহাবিশ্বের একেক জায়গায় একেক রকম । তার কারণ গ্র্যাভিটি । আর গ্র্যাভিটি কেবল সেই বস্তুর উপরই কার্যকর হবে যার ভর আছে । যেহেতু আলোর কোন ভর নেই তাই গ্র্যাভিটিরও কোন প্রভাব পড়বে না । তাই """আলোর কাছে সময় বলে কিছু নেই । আলোর কাছে সময় স্থির ।""" আশা করি বুঝতে পেরেছেন । তবে থিওরি অফ রিলেটিভিটির জেনারেলটাতে একটু অন্য কথা বলা আছে । সেখানে বলা আছে প্রচুর গ্র্যাভিটির ফলে আলোও বাঁকা পথে চলে । পদার্থবিজ্ঞানের ভাষায় একে "গ্র্যাভিটেশনাল লেন্স" বলে । ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ