পিরিয়ডের সময় ব্যথা হওয়াটা স্বাভাবিক ৷ কিন্তু এই ব্যথা যদি সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তাহলে সেটা রোগ হিসেবে ধরে নিতে হবে ৷ আর এজন্য উপযুক্ত চিকিৎসা নিতে হবে ৷ viset ঔষধ খেলে ব্যথা কমবে কিন্তু পরবর্তী মাসে আবার ব্যথা হবে ৷ এটা কেবল ব্যথা কমাবে ৷ রোগ বা সমস্যা দুর করবে না ৷ তাই চিকিৎসকের সাথে পরামর্শ করে ঔষধ সেবন করাটাই সবচেয়ে ভালো হবে ৷