শেয়ার করুন বন্ধুর সাথে

হাত পায়ের নখ সহজে সাদা রাখার উপাই হচ্ছে । পরিষ্কার পরিছন্ন থাকা এবং প্রতিদিন গোসলের সময় নখের উপরাংশ লুঙ্গী অথবা গামছা দিয়ে ঘসিয়ে পরিষ্কার রাখা। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমাদের মধ্যে সব সময়ই একটা প্রবণতা দেখা যায় যে আমরা ত্বক, চুলের প্রতি বেশি যত্নশীল, আর হাত পায়ের নখকে ভীষণ ভাবে অবহেলা করি। এতে কি হয়, ধীরে ধীরে নখ তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে এবং নখের মধ্যে একটা হলদেটে ভাব চলে আছে। তাই সময় থাকতেই নখের প্রতি একটু বেশিই নজর দেওয়া দরকার। নখ সুন্দর মানেই হাত, পা সুন্দর। আজ আমি আপনাদের এমন ৫ টি প্রাকৃতিক উপায়ের কথা বলবো, যার ব্যবহার ফলে নখ হয়ে উঠবে সাদা ও উজ্জ্বল। এবং এর পর থেকে আপনাকে নেলপোলিশ ব্যবহার করে কৃত্রিমভাবে নখকে সাদা দেখানোর প্রয়োজন হবে না। লেবুর রসের ব্যবহার লেবুর রস খুবই সিম্পল, প্লেইন একটি উপাদান, যা নখ সাদা করতে সাহায্য করে। একটি মাঝারি বাটি নিন। এতে এক কাপ লেবুর রস ও এক কাপ জল এক সঙ্গে মেশান। এবার এই মিশ্রনে হাতের নখ বা পায়ের নখ প্রায় ১৫ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। আরও কার্যকরী ফল পেতে এক ফালি লেবু্ কেটে আপনার নখের উপর ঘষতে পারেন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি সপ্তাহে ২ বার পুনরাবৃত্তি করুন। বেকিং সোডার ব্যবহার বেকিং সোডার মধ্যে একটি প্রাকৃতিক ভাবে ব্লিচিং করার গুন রয়েছে। একটি বাটিতে এক চামচ বেকিং সোডা ও সম পরিমাণ জল মিশ্রিত করুন। তারপর ৩০ মিনিটের জন্য এই মিশ্রনের মধ্যে আপনার নখ ডুবিয়ে রাখুন এবং সঙ্গে সঙ্গে মিশ্রণটি দিয়ে নখ ঘষুন। পরে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। টুথপেস্টের ব্যবহার টুথপেস্ট আমাদের দাঁতের গাঢ় দাগ দূর করতে সাহায্য করে। অতএব, হলুদ নখ যদি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা হয় তাহলে তাও জাদু মতো কাজ করতে পারে। একটি টুথব্রাশে আপনার ডেইলি ব্যবহৃত টুথপেস্ট জেলটি নিয়ে নখের উপর খুব ভালো করে ৫ মিনিট ঘষুন। শেষে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। একদিন অন্তর অন্তর এই পদ্ধতিটি অনুসরণ করুন। বেকিং পাউডার এবং লেবুর রসের ব্যবহার এই দুটি প্রাকৃতিক ব্লিচিং এর মিশ্রন নিখুঁত ভাবে নখ সাদা করতে সাহায্য করে। একটি বাটিতে ১ চামচ বেকিং পাউডার ও ১ চামচ লেবুর রস মেশান। এবার একটি তুলোর বল নিন। বলটি মিশ্রনের মধ্যে ডিপ করুন এবং আপনার নখ এ এটি প্রয়োগ করুন। ১০ মিনিটের জন্য রেখে দিন এবং পরে উষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। স্ট্রবেরি এবং বেকিং সোডা স্ট্রবেরি এই ফলটি বিভিন্ন খাবাবে ব্যবহার করে খাদ্যের ফ্লেবারকে যেমন বাড়িয়ে দেয় তেমনি আজকাল এই ফলটিকে দাঁত থেকে দাগ মুছে ফেলার জন্যও ব্যবহার করা হয় হচ্ছে। স্ট্রবেরি এবং বেকিং সোডা মধ্যে যে নিজেস্ব ব্লিচিং ক্ষমতা আছে সেই গুনকে কাজে লাগিয়ে দূর করা সম্ভব নখের হলুদ দাগ। এরজন্য প্রয়োজন ২-৩ টি থেঁতো করা স্ট্রবেরি আর ১ চামচ বেকিং সোডা। স্ট্রবেরি আর বেকিং সোডার এই মিশ্রন ১০ মিনিটের জন্য নখের উপর ঘষুন। তারপর নখের উপর এই মিশ্রণটি ৫ মিনিটের জন্য লাগিয়ে রাখুন। শেষে গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিগুলি অনুসরণ করে দেখুন প্রাকৃতিক উপায়ে আপনার হাতের ও পায়ের নখ সাদা ও উজ্জ্বল হয়ে উঠবে। কালেক্টেড।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mh Sakil

Call

হাত পায়ের নখ ঝকঝকে/ফটফটে সাদা রাখার উপায়:-


১. টুথপেস্ট:- দাঁত ব্রাশ করার মতোই ব্রাশ করুন নখ। টুথ ব্রাশে টুথপেস্ট তা দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে নখ। বেশকিছু দিন এই পদ্ধতি চালিয়ে গেলেই পাওয়া যাবে ঝকঝকে নখ।


২. লেবুর-বেসনের পেস্ট:- একটা কাচের পাত্রে বেশ কিছুটা লেবুর রস করে তার সঙ্গে বেসন মেশাতে হবে। লেবুর রস আর বেসনের পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নখের ওপর লাগিয়ে রাখতে হবে।


৩. ডেনটিউর ক্লিনার:- দাঁতের পাটি পরিষ্কার করার জন্য ওষুধের দোকানে এক ধরণের ট্যাবলেট কিনতে পাওয়া যায়। এই ট্যাবলেট গরম জলে মিশিয়ে সেই জলে মিনিট পাঁচেক ডুবিয়ে রাখতে হবে নখ।


৪. বেস কোট:- নখের সাদা ভাব ধরে রাখতে সবসমইয় নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট। এতে নখ ভালো থাকে।


৫. মইশ্চারাইজার:- শীত হোক বা গ্রীষ্ম। হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধপধপে সাদা নখ পেতে রোজ নিয়ম করে লাগাতে হবে মইশ্চারাইজার।


৬. নেল হোয়াইটনিং পেনসিল:-

নখ সাদা রাখার জন্য দোকানে কিনতে পাওয়া যায় নেল হোয়াইটনিং পেনসিল। প্রয়োজনে গোটা ম্যানিকিউরের কিট কিনে বাড়িতেই করা যেতে পারে ম্যানিকিউর। এতে নখ শুধু সাদাই হবে না, ভালো থাকবেও।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ