এইচ.এস.সি এর Close Test With Clues এবং Close Test Without Clue এটি পারব কী ভাবে?এটি পারার নির্দিষ্ট কোন রুল আছে?কেউকি সঠিক জানেন?জানলে অনুগ্রহ করে জানান প্লিজ?
Share with your friends
Unknown

Call

এটি পারার প্রথম রিকয়ারমেন্ট হলো প্রদত্ত অনুচ্ছেদের অর্থ বোঝা, অর্থ না বুঝলে কিছুই করা যাবেনা।

অর্থ বুঝতে হলে আপনার ভোকাবুলারি সমৃদ্ধ করুন। অন্ততপক্ষে নবম-দশম শ্রেণী এবং একাদশ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে যতগুলো প্যাসেজ আছে সবগুলোর অর্থ বোঝার মতো দক্ষতা থাকতে হবে।


অর্থ বুঝলে শূন্যস্থানে কোন শব্দ ব্যবহার করবেন তা অটোমেটিক মাথায় চলে আসবে। এরপর আপনার কাজ হলো যে বাক্যে শব্দটি ব্যবহার করছেন সে বাক্যের Tense, Person ও Voice শণাক্ত করা। এগুলো অনুযায়ী কাঙ্ক্ষিত শব্দের সামান্য পরিবর্তন করতে হবে কিংবা এর সাথে কিছু যুক্ত/বিযুক্ত করতে হবে।



এক কথায় আপনাকে প্রশ্নের অনুচ্ছেদটির অর্থ বুঝতে হবে, Tense, Person, Voice changing, Narration এগুলোর সবগুলো রুল ও তাদের অ্যাপ্লিকেশন খুব ভালো করে জানা থাকতে হবে। তাহলেই নিমিষেই এজাতীয় প্রশ্নের উত্তর দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App