image

পায়ে গুটির মতো একটা কি যেন উঠেছে। প্রায় 3-4 বছর আগে খুব ছোট একটা গুড়গুড়ির মতো ছি। কিন্তু এক বছর থেকে এটি ক্রমান্বয়ে বাড়তে আছে । বাড়ার সিস্টেম হল, একটু বাড়ে তার পর কয়েকদিন পর সমান হয়ে যায় । আবার কিছু দিন পর বাড়তে থাকে আবার কমে যায় । কিন্তু বাড়াকমার মধ্যে   এটি পর্যায়ক্রমে বড় হচ্ছে । আমি প্রথমে তেমন গুরুত্ব দেইনি। কিন্তু এখন এটি বেড়েই চলছে। আমার মনে হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজন হচ্ছে । এ অবস্থায় কোনও ওষুধ খেলে কি চিরতরে সেরে যাবে? সাময়িকভাবে সেরে গেলে যদি আবার বাড়ে। এ ভয় হচ্ছে । তাই অভিজ্ঞ ভাইদের থেকে পরামর্শ চাচ্ছি,  কি ওষুধ খেলে ভাল হবে? নাকি অপারেশন করতে হবে?

শেয়ার করুন বন্ধুর সাথে
NahidAkib

Call

আমার মতে আপনি ভাল একজন ডাক্তার দেখান।চিকিৎসক ঔষধ ও দিতে পারেন,অথবা অপারেশন এর প্রয়োজন হলে অপারেশন করতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সার্জারি বিভাগের ডাক্তার দেখান।।।বসে থাকবেন না দ্রুত ডাক্তার দেখান।।এটা ক্যান্সারে রুপ নিতে পারে।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ