রক্ত দানের কতদিনের মধ্যে শরীরে আবার রক্তের পরিমান পুর্বের মত হয়? আরেকটি প্রশ্ন, রক্তের কনিকা ১২০ দিন পর পর মারা যায়। এগুলো কি সব একসাথে মরে নাকি প্রতিদিন ই কিছু মরে আবার তৈরী হয়?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রথম প্রশ্নের উত্তর

আনুমানিক ৩ মাস সময় লাগে

২য়  প্রশ্নের উত্তর  জানা নাই

সরি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
রক্তদানের ফলে শরীরে যে রক্তকনিকার অভাব দেখা দেয় তা পূরণ করতে90 থেকে 120 দিন পর্যন্ত সময় লাগে। প্রতি 3 থেকে 4 মাসের মধ্যে মানুষের রক্তকনিকা জন্ম নেয় তবে তা ঠিক কত দিনে হয় তা একনো কেউ বলতে পারেনি। তবে 90 থেকে 120 দিনের মধ্যেই তা সম্পূর্ন হয়।
আশা করি বুঝতে পেরেছেন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ