শেয়ার করুন বন্ধুর সাথে
ArfanAli

Call

π= বৃত্তের পরিধি : ব্যাস। অর্থাত বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত π । ছোটো , মাঝারি , বড় সকল বৃত্তের এই অনুপাত হিসাব করে দেখা গেছে একটা ধ্রুব মান / নির্দিষ্ট মান। এই মানটাই π(পাই)। এর জন্য একে ধ্রুব সংখ্যা বলা হয়। এবং ছোট বড় সকল বৃত্তের এই অনুপাত হিসাব করলে প্রতিবারে একই মান পাওয়া যায় 3.1416। যার সমতুল্য মান 22/7 কিন্তু পুরোপুরি সমান নয়। হিসাবের সুবিধার্থে অনেক সময় 22/7 ধরা হয়। যদি একটা বৃত্ত আঁকা হয় এবং এই বৃত্তের চেয়ে ৩ গুণ বড় আরেকটা বৃত্ত আঁকা হয় তাহলে প্রতিটা বৃত্তরি পৃথকভাবে পরিধি ও ব্যাসের অনুপাত হিসাব করলে উভয় ক্ষেত্রেই একই মান পাওয়া যাবে এবং হিসাব করলে এ মানটা দারাবে 3.1416......। একইভাবে সকল বৃত্তের বড়, ছোট সকল ক্ষেত্রে পরিধি ও ব্যাসের অনুপাত একই হবে।এই অনুপাতের মান ছোট- বড় সকল বৃত্ত নিয়ে পরীক্ষা করা হয়েছে । পরীক্ষায় ফলাফল বেরিয়েছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত= 3.1416..... । অর্থাত্‍ π= 3.1416.....

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ