Call
বর্তমান বিশ্বের তুলনায় বাংলাদেশের শিক্ষা ব্যাবস্থার মান যথেষ্ট পিছিয়ে রয়েছে । বিস্তারিতএখানে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call
শিক্ষার অ্যাপ্লিকেশনের বিচারে বাংলাদেশ অনেক বেশি পিছিয়ে।

The Global Competitiveness Index 2016-17 Ranking অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১০৬।

The Global Competitiveness Index 2016-17 Ranking SAArian

তাছাড়া এমনিতে নিজের কমন সেন্স দিয়ে বিচার করলে বুঝতে পারবেন বাংলাদেশের শিক্ষাব্যবস্থা কতটা কম্প্রোমাইজড্।
কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই হুট করে নতুন পদ্ধতি চালু হয়ে যায়, অথচ বাইরের দু'এক বছর আগে পরিবর্তন ঘোষণা করে তারপর কার্যকর করা হয়।
বছরে ৩৬৫ দিনের মধ্যে প্রায় দেড়শো দিন ক্লাসই হয়না, তবুও পরিক্ষার পর পরিক্ষাই চলতেই থাকে। শুধু সেকেন্ডারি স্কুল শেষ করতেই ৩ টা বাধ্যতামূলক পাবলিক পরীক্ষা দিতে হয়, পৃথিবীর আর কোনো দেশে এরকম নিয়ম আছে বলে আমার জানা নেই।

আপনি গণিত আর পদার্থে তুখোড় কিন্তু রসায়ন জীববিজ্ঞানে খারাপ? ব্যাস, আপনার ভবিষ্যৎ অন্ধকার (যদিনা বাবার টাকার কমতি না থাকে)।
অথচ ইনডেক্সে উপরে থাকা দেশগুলোতে অনেক নিচের গ্রেড থেকেই শিক্ষার্থীদের কনসেন্ট্রেশন নির্ধারণ করা হয়ে যায়।

তারপর ইউনিভার্সিটি ভর্তির কাহিনী নাহয় বাদই দিলাম, অনেক ভালো করার আশায় পাবলিক ভার্সিটিতে ভর্তি হয়েও হাজার হাজার স্টুডেন্ট বেকার ঘুরে বেড়ায়... হাতে গোনা কয়েকজনের সাফল্যে হাজারটা বিফল স্টুডেন্টের রেকর্ড ঢাকা পড়ে যায়। এখানে বিষয়টা "কাজের অভাব" শুধু এই অজুহাতে উড়িয়ে দেয়া যাবেনা, আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রফেশনাল ক্ষেত্রে প্রয়োজনীয় সব দিকগুলো কাভার করা হয়না, ফলে এমপ্লয়াররা চোখ ধাঁধানো সার্টিফিকেট হাতে পেলেও কাঙ্ক্ষিত কাজে তার কোনো প্রয়োগ দেখতে পাননা।

সবচেয়ে বড় বাঁধা হলো রাজনীতির চরম অপব্যবহার। এই বিষয়ে আর বাড়িয়ে কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয়না।

যাই হোক, সমস্যার অন্ত নেই... এখন এগুলো সমাধানে কর্তৃপক্ষ একটু মনেপ্রাণে চেষ্টা করলেই আমরা অনেক উন্নতি করতে পারবো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ