যৌনাঙ্গ বাকা হলে কোন সমস্যা হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
পৃথিবীর বেশিরভাগ পুরুষের লিঙ্গ কোন না কোন এক দিকে বাকা বা হেলে থাকতে পারে, কারো উপর দিকে নিচের দিকে বাম দিকে ডান দিকে বা,  কিছুটা বাকা থাকতে পারে, এটি সম্পুর্ন স্বাভাবিক। অনেকের অতিরিক্ত পর্যন্ত বাকা আছে, সেটিও স্বাভাবিক! (যদি মিলনে কোন ধরণের সমস্যা সৃষ্টি না হয়)। লিঙ্গের অাকার ও গঠন নির্ভর করে শারীরিক গঠন অার জিনগত বৈশিষ্টের উপর। তাই বাঁকা বা হেলে থাকা এটি যৌন মিলনে কোন ধরণের বাধা সৃষ্টি করেনা, চিন্তা মুক্ত থাকুন। এই সমস্যা নিয়ে কেউ ক্যান্ভাসারের পরামর্শ নিয়ে যৌন জীবন বিপর্যস্ত করবেন না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Junait

Call

পুরুষের লিঙ্গ সামান্য বাঁকা কোনো সমস্যা

নয়। উত্তেজিত অবস্থায় লিঙ্গ কিছুটা বাঁকা হলে

বা মিলনের কাজে কোনো নীতিবাচক প্রভাব

না ফেললে কোনো সমস্যা নেই।

যদি অতিরিক্ত বাঁকা হয়ে থাকে/মনে করেন

তাহলে যৌন চিকিৎসকের সাথে পরামর্শ

করুন, তিনি আপনাকে সঠিক সমাধান দিবেন।

বিঃদ্রঃ সাধারণ বাংলাদেশি নাগরিকদের লিঙ্গ

বাঁকা জনিত সমস্যা হয় না যদি না পুরুষটি

জটিল কোনো রোগে আক্রান্ত না হন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ