Unknown

Call

কুকুর, বিড়াল, ইঁদুর, খরগোশ কিংবা এজাতীয় যেকোনো প্রাণী কামড় কিংবা আঁচড় দিলে দ্রুত র‍্যাবিস এর টিকা নেয়া উচিত। উপসর্গ দেখা দেয়া পর্যন্ত অপেক্ষা করা যাবেনা।

রোগটি কিন্তু মারাত্মক, তাই অবহেলার সুযোগ নেই। আর দেরি না করে আপনার ভাইকে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যান, ডাক্তারই দেখে বলতে পারবে গলা ব্যাথার কারণ জলাতঙ্ক নাকি অন্যকিছু।


>>> র‍্যাবিস জীবাণু বহনকারী কুকুরের স্বভাব পাগলাটে হয়, মুখ থেকে খুব বেশি লালা ঝরে, বিনা কারনে চোয়াল ঝুলে থাকে এবং কিছু গিলতে গেলে কষ্ট হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এ বিষয়ে আপনি ইন্টারনেটে না দেখে

দ্রুত কোন চিকিৎসক এর সাথে দেখা করেন.......।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ