কী বিভিন্ন অভ্যাসের কারনে? নাকি মানসিক আচরনের কারনে? নাকি অন্য কিছু?


শেয়ার করুন বন্ধুর সাথে

দেখুন ভাই একজন আরেক জনকে ভালোবাসে তার পরিবারের কোনো সমস্যা কারণে সমাজের করণে তার ভাল না লাগার কারণে ছেড়ে দেয়। আবার কেউ বুঝে ভালোবাসা ভালো না আবার কেউ মনে করেন যে তার চরিত্র ভালো পরে দেখে তার চরিত্র ভালো না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অনেক কারণে একজন মেয়ে ছেলেকে ছেড়ে দেয়।যেমন:

  • ছেলেটি অন্য কাউকে যদি ভালোবাসে এবং মেয়েটি জেনে যায়
  • বিভিন্ন নিষিদ্ধ জিনিষ (সিগারেট,হিরোইন,গাজা ইত্যাদি) সেবন করলে
  • পরিবারের চাপে অনেক সময় সে আর ভালোবাসতে পারে না
  • ছেলেটির চরিত্র যদি মন্দ হয় ইত্যাদি।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হতে পারে অন্য কোন ছেলেকে পেয়ে গেছে বা বাড়ি থেকে বিয়ের চাপ দেওয়া হচ্ছে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

নানা রকম কারন থাকতে পারে

সে গুলা বলা সম্ভব হবেনা দেখা যাচ্ছে যে কারন গুলা

বলছি সে গুলা নাও হতে পারে।

হয়তো সামান্য রাগারাগি র জন্য ছাড়া ছাড়ি হয়ে

যেতে পারে।

যে কারন গুলা সাধারণত দেখা যায়ঃ

১.ছেলেটির নানা রকম খারাপ অভ্যাস থাকার

কারনে ছাড়াছাড়ি  হতে পারে

২.রাগারাগির কারনে হতে পারে

৩.পারিবারিক সমস্যার কারনে হতে পারে

৪. নিজের ইচ্ছে তে হতে পারে বা চাপ প্রয়োগের ফলে

হতে পারে।

৫. অন্য কারো সাথে রিলেশন  করার ফলে হতে পারে।

উল্লেখ্য যে বেশীরভাগ রিলেশন ছাড়াছাড়ি হয়ঃ

পরিবারের চাপ প্রয়োগ এর ফলে& অন্য কারো সাথে

নতুন রিলেশন  করার ফলে ছাড়াছাড়ি  হয়ে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ