আর অসুন্দর হলে তার বিপরিত হয় কেন?


শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

মানুষ প্রকৃতিগত ভাবেই বিপরীত লিঙ্গের প্রতি  আকর্ষিত। সুস্থ প্রাপ্ত প্রতিটি মানুষেরই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ থাকে তবে সকলেই তা সমান ভাবে প্রকাশ করে না। বুদ্ধিমানেরা তাদের আবেগকে নিয়ন্ত্রিত করে এবং নিজের মান সম্মান মজুদ রাখে। কিছু লোক আছে অনৈতিক ভাবে  প্রকাশ করে বিষয়টি। যাইহোক, আপনার মুল প্রশ্নের উত্তর একটায়  - প্রতিটি মানুষেরই প্রাকৃতিক ভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষন হওয়াটি স্বাভাবিক। কিন্তু সাধারণত, কুৎসিত সোন্দার্যের কারো প্রতি  সেভাবে কেউ আকর্ষিত হয় না যতটা সুন্দর/সুন্দরীদের প্রতি মানুষ আকর্ষণ হয়। এটাও স্বাভাবিক বিষয় যে,  সবার চোখেই সুন্দর জিনিষকেই  ভালো  লাগবে। তবে ভালবাসার বিষয়টি সবার মধ্যে নয়, কিছু শ্রেণীর লোক রুপ থেকে চরিত্রকে বেশি গুরুত্ব দিয়ে ভালবাসার মানুষ নির্বাচিত করে, কিছু লোক  সম্পত্তি /সম্পত্তি ও কিছু লোক রুপের আকর্ষণেই পরাজিত হয়ে থাকে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ