না ,ফ্রিজ পূর্ণ কিংবা খালি এতে ফ্রিজের বিদ্যুত বিলের কোনো তফাৎ ঘটে না ।এটা শুধু তফাৎ ঘটে আপনার ফ্রিজের সাথে বিদ্যুত সংযোগের সময়সীমার উপর ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
jahid4

Call

ফ্রিজ খালি থাক বা ভরা থাক বিল আসবে বিদ্যুত খরচের উপর

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SheakhMamun

Call
হ্যা, অবশ্যই বেশি আসবে।কারন ফ্রিজ যখন ফুল ফিল থাকে তখন তার
 মধ্যে রাখা বস্তুকে ঠান্ডা করতে, কম্প্রেসারের
 বেশি সময় লাগে,আর ফ্রিজে বিদ্যুৎটা মূলত 
কম্প্রেশারেই খায়,তাই যত বেশি কম্প্রেশার 
চলবে ততো বেশি বিদ্যুৎ খরচ হবে।আর একটু খেয়াল করলেই দেখতে পাবেন
 ফ্রিজ লোড অবস্থায় থাকলে আনলোড অবস্থা 
থেকে বেশি কম্প্রেশার ব্যাবহার করে।আর আপনি জখন ফ্রিজের দরজা খুলবেন তখন
 তার মধ্যে অবস্থিত বস্তু গুলা বাইরের অবহাওয়া থেকে
 বেশি তাপ গ্রহন করবে,এবং সেই তাপকে অপসরণ 
করতে অধিক সময় ধরে কম্প্রেশার চলবে,তাই তুলনা
 মূলক ভাবে তখন বেশি কারেন্ট লাগবে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফ্রিজ পূর্ণ রাখলে বিদ্যুৎ বিল বেশি আসে না কারন বিদ্যুৎ বিল নির্ভর করে সেই ফ্রিজের শক্তির উপর অর্থাৎ ওয়াট ও বিভব পার্থক্যের উপর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ