এতে উপকারীতার চেয়ে অপকারীতাই বেশি।

1. দূরে অপরিচিত এলাকায় বিবাহ করার দ্বারা একটি নতুন এলাকার সাথে সম্পর্ক তৈরী হয়, এতে নিজের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। পক্ষান্তরে নিজের প্রতিবেশী বা আত্মীয় বিবাহ করলে এ সুবিধা থেকে বঞ্ছিত হতে হয়।

2. প্রতিবেশী বিবাহ করার দ্বারা জামাতা হওয়ার যে একটা সম্মান বা আদর সেটা অনেকাংশেই পাওয়া যায় না। কিন্তু দুরে বিবাহ করলে তা পাওয়া যায়।

3. তাছাড়া প্রতিবেশি বিবাহ করলে স্ত্রী বাপের বাড়ীর প্রভাব খাটাতে পারে। সামান্য মন মালিন্য হলেই স্ত্রী বাপ বাড়ী চলে পারে, আর নিজের সামান্য সামান্য বিষয় শ্বশুর বাড়ীর মানুষ জেনে ফেলা এটা কোন শানদ্বার স্বামীর শান হতে পারে না।

সর্বোপরি একান্ত কোন প্রয়োজন না থাকলে প্রতিবেশী বিবাহ না করাই আমি ভালো মনে করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

পরিচিত বা বাড়ির কাছাকাছি কাউকে বিবাহ করলে,প্রেম,ভালবাসা,মোহাব্বত একটু কম হয়।তাছাড়া সন্তান হলে ঐ সন্তান একটু কম মেধাবী হয়।আরও অনেক সমস্যা হয় সন্তানদের।দূরে থেকে বিবাহ করলে প্রেম,ভালবাসা,মোহাব্বত একটু বেশী পাওয়া যায়।সন্তানরাও বেশী মেধাবী হয়।সাথে সাথে কিছু নতুন নতুন অত্মীয়ও তৈরী হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
daburbogra

Call

 উপকার: তারাতারি যাওয়া যায়, যাতায়াতের খরচ কম। অপকারিতা: গরম ভাত পাওয়ার চাঞ্জ কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ