গত কয়ক বছর যাবত শীতের সময় সামান্য ঠান্ডা লাগলেই প্রথমে চুখে ঝাপসা দেখি বা অন্ধকার লাগে কোন কিছু পুরপোরি দেখা যায় না এরপর শুরু হয় প্রচন্ড মাথা ব্যথা।শীতের সময় নিয়মিত এ সমস্যা করে।এজন্য পুকুরে নিয়মিত গোসল করে পারি না।খুব কষ্টে আছি এটি নিয়ে।দয়া করে কারো জানা থাকলে পরামর্শ দেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

মাথায় সমস্যা থাকার কারনে এই রকম হতে থাকে

আমি বা অন্য কেউ কোন ওষুধ দিলে ভালো

নাও হতে পারে

আবার ওষুধ খেয়্ব হিতে বিপরীত  ও হতে পারে

তাই ডাক্তার কে দেখানো টাই উত্তর  বলে আমি

মনে করি 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ