কয়েক দিন ধরে খেয়াল করছি,, অনেক প্রশ্নের উত্তর,,মানসম্মত উত্তর না হওয়া সর্তেও অনুমোদন পাচ্ছে,, অনেক আগের পুরানো প্রশ্নে সঠিক উত্তর আছে,তবু ও উত্তর প্রদান করছে,, উত্তরদাতার পয়েন্টও ১০০+ নয়, এ জাতীয় উত্তর বিশেষ সদস্যয়ের কাছ থেকে অনুমোদন পেয়ে আসছে।এ বিষয়ে বিশেষ সদস্যদের নজর রাখলে ভাল হবে।


শেয়ার করুন বন্ধুর সাথে
Manik Raj

Call

একটি কথিত আছে যে, ভ্রান্তি হলে ভ্রান্তির সংশোধনও

করার ব্যবস্থা আছে। সঠিকের মধ্যে হঠাৎ করেই ভুলে,

ভুল কোনকিছু চলে আসতেই পারে  এটা অস্বাভাবিক 

কোনকিছু না। ভুল করেই যখন কোন উত্তর কোনো

 প্রশাসনের দ্বারায় প্রকাশিত হয়ে যায়,তখন পরবর্তী

সেটা অন্যকোন প্রশাসনের চোখের দৃষ্টির মধ্যে

দৃশ্যমান হলে সংশোধন করে দেওয়া হয়।



একজনের চোখে ভুলটা এড়িয়ে গেলে সেই ভুলটা

অন্য আরেকজনের চোখে ঠিকেই ধরা পড়বে।

আর যখনেই ধরা পড়ে তখন সেটা সংশোধনও করা হয়ে

থাকে।


একটা কথা সবসময় স্বরণ রাখবেন আর সেটা হলো,

জেনে -শুনে কোনো মডারেটরেই অবান্তর কোনো ধরণের

উত্তর,প্রশ্ন ও মন্তব্য প্রকাশিত করেনা।

অনুপযোগী সবকিছুই প্রত্যাখ্যান করা হয়।

উল্লেখ, ভুলের মধ্যে লক্ষ্য করলে দেখবেন যে

বেশিরভাগেই অটোমেটিক অনুমোদন পাওয়া উত্তর।

পরবর্তী সেগুলো লুক্কায়িতও করা হয়।


পুরাতন প্রশ্নে সঠিক উত্তর দেওয়া আছে সত্বেও

সেই উত্তরে পুনরায় নতুন করে কোনো

সদস্য উত্তর প্রদান করলে সেই সদস্যকে

প্রথমত সর্তক করা হয়,তারপরেও কর্ণপাত না

করলে তাঁর অ্যাকাউন্টের বিরুদ্ধে আমরা যথাযথ

  ব্যবস্থা নিয়ে থাকি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ