আপনার ফেন্ডদের বা কাছের বলারমতো কাউকে বলুন,তারা আপনার বাবা-মাকে বিষয়টা জানাবে..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Atiquzzaman

Call

আপনি বিয়ের কথা সরাসরি বাবা, মা, ভাই বোনকে না জানিয়ে পরিবারের অন্যন্য সদস্যদের জানান। যেমন: ভাবী, দুলাভাই, দাদা, দাদী, নানা বা নানিকে জানাতে পারেন। তাহলে ওনারাই আপনার বিয়ের ব্যপারটা পরিবারে জানাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার পরিবারের মার কাছে বিয়ের কথা সরাসরি বলবেন অথবা কোনো বাহানা ধরে, বিয়ের ইঙ্গিত দিবেন। যেমন:- মা, আমি বাহিরে থাকি এবং অন্যানরা পড়াশুনা বা কাজের জন্য দিনের বেলায় বাহিরে যায়। এখন, মা, আমি চিন্তা করছি যে, একাএকি তুমি কিভাবে সারাদিন কাটাও? যদি ঘড়ে একটা পুত্রবধূ থাকে, তাহলে ভালো হবে না??? এভাবে, বিভিন্নভাবে বাহানা ধরে, বিয়ের ইঙ্গিত বা বিয়ের কথা বলতে পারেন। তাছাড়া, আমি মনেকরি, সরাসরি বলাই উত্তম। কেননা, মার কাছে কোনো কিছু বলতে লজ্জা করতে নেয়। কারন, মা আমার সুখ-দুঃখের পরম বন্ধু। এছাড়া, বড় ভাবি থাকলে, তাকে এ ব্যাপারে বলা ভালো। যাতে তিনি শাশুড়ি(মা) কে বলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ