আর্মির চাকুরির মেডিকেল টেস্টে কি সত্যিই পোষাক খুলে পরিক্ষা নিরিক্ষা করা হয় ??? 


এ বিষয়ে একটু জানতে চায়। সেখানে কি কি করা হয়!??

আর সেনাবাহিনীতে চাকরির জন্য পোশাক খুলে স্বাস্থ্য পরিক্ষাটা কি ইসলামে স্বীকৃতি দেই? 



শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call
(পুরুষদের ক্ষেত্রে)


সেনাবাহিনীতে চাকুরিতে নির্বাচিত হওয়ার পূর্বে
যে মেডিকেল করা হয় সেখানে অশ্লীন কিছুই
করা হয় না। যার মেডিকেল করা হয় সে পরিস্থির
শিকারে বাধ্য এবং যিনি মেডিকেল করেন তার
দায়িত্ব ও কর্তব্য তাকে ভালো করে মেডিকেল করা।
বন্ধ একটি রুমে দুজন পুরুষ মেডিকেল অফিসার ও
যার মেডিকেল করা হয় সে উপস্থিত থাকে শুধু।
সম্পূর্ণ উলঙ্গ করে লিঙ্গ, পায়ুপথ ও আশেপাশের
অবস্থান হাত দ্বারা পরীক্ষা নিরীক্ষা করেন।
এ পরীক্ষা নিরীক্ষা ছাড়া কাউকে চাকুরিতে
যুক্ত করা অসম্ভব, কেননা সেনাবাহীতে যেভাবে
প্রস্তুতি নিতে হয় সম্পূর্ণ সুস্থ শরীর ও অনেক সময়
হিমসিম হয়ে যায় সুতরাং কোনো প্রার্থী কে
নির্বাচিত করার পূর্বে অবশ্যই ভাল করে তাকে পরীক্ষা
করে নেওয়া বাধ্যতামূলক।  
যেহেতু পরিস্থিতির জন্য এটা বাধ্যতামূলক এবং
সরাসরি এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা ধর্মীয়
গ্রন্থে নেই এবং অশ্লীন কর্মকাণ্ড ও যেহেতু
নেই সেহেতু এটা জায়েজ। 
যতক্ষন পর্যন্ত নাযায়েজের দলিল পাওয়া যায়
ততক্ষণ পর্যন্ত সেটি জায়েজ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ