আমার বয়স ১৮ বছর। গত ১মাস যাবত আমার পায়খানার সময় মলদ্বার দিয়ে রক্ত যায়, উল্লেখ্য গত ১ মাস যাবত আমি খুব একটা ঘর থেকে বের হইনি জরুরি কাজ ছাড়া এমনকি তেমন কাজও করিনি পড়াশুনা ব্যাতীত। কোষ্ঠকাঠিন্য আগেও ছিল তবে কখনও রক্ত যায়নি। এবং ৫-৬ দিন পরপর পায়খানা হয়। আমি খুবই টেনশনে আছি। পড়াশুনায়ও মনযোগ দিতে পারছিনা..  এখন কি করা উচিত? 


শেয়ার করুন বন্ধুর সাথে
AsifRana

Call

আপনি পেঁপে খেতে পারেন কোঠ্যকাঠিন্য সেরে যাবে। আপনার যেহেতু ৫ থেকে ৬ দিন পর পায়খানা হয় তাই মলদ্বারে আঘাতের কারণে রক্তক্ষরণ হতে পারে। আর দুঃচিন্তা না করে আপনার উচিত একটা ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ