তুর্স্কের সত্য কাহিনী নিয়ে ইসলাম ধর্মে রাজ কাহিনী > সুলতান সোলেমান < নামে একটা সিরিয়াল বাংলা চ্যানেল ডিপতো টিভিতে দেই দেখলে বোঝবেন কি সিরিয়াল অন্য কিছু আর দেখতে মন চাইবে না।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Atiquzzaman

Call
আমি যতদূর জানি স্টার জলসা বা অন্য কোন টিভি চ্যানেলের সিরিয়ালগুলোতে তেমন কোন শিক্ষনীয় বিষয় পাওয়া যায় না। বরং সময় লস।

তারথেকে ভাল হয় সনি আর্ট নামক চ্যানেলের আদালত এবং ক্রাইম পেট্রোলের পর্বগুলো। প্রতিটি পর্বই শিক্ষনীয়। এছাড়াও ঐ চ্যানেলেরই গোপাল ভারের পর্বগুলোও বেশ শিক্ষনীয়।।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভারতীয় চ্যানেল গুলার নাটক

দেখেঃ কুটনামু,শয়তানি, বাহায়া পনা, ছাড়া আর কিছু

শিক্ষণীয় নাই।

তাই আমার মতে এই চ্যানেল গুলা না দেখাই ভালো

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভাই আসলে আপনাকে কি বলবো? সত্য হচ্ছে ভারতীয় সিরিয়ালে মেয়েদের শয়তানি, চুগলী, গীবত, বেহায়াপনা ইত্যাদি ছাড়া আর কিছুই শিখার নেই। ইতিহাস নিয়ে জানতে চাইলে আপনি "সুলতান সুলেমান" দেখতে পারেন। এখানে আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এটিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে এই রাজ পরিবারের সম্মান ক্ষুণ্ন করার জন্য। এটাতে অনেক কিছুই বানোয়াট। শেষ কথা এটাই ভারতীয় সিরিয়াল দেখে কেউ ভাল কিছু শিখতে পারবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ